সংক্ষিপ্ত
সাবধান! বাজারে ছেয়ে গিয়েছে চায়না রসুন! মারাত্মক ক্ষতি করে স্বাস্থ্যের, কেনার আগে অবশ্যই যাচাই করুন
বাজারে ছেয়ে গিয়েছে চায়না রসুন। কোথাও ২৫০ টাকা আবার কোথাও ২৮০ টাকা কেজি। শিলিগুড়ির বাজারে রমরমা ব্যবস্য়া চলছে এই ক্ষতিকারক রসুনের।
দীর্ঘদিন ধরে খোলা বাজারে বিক্রি হচ্ছে এই রসুন। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও লাভ হয়নি। এই রসুন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
শিলিগুলড়ির বাজারে এভাবে চায়না রসুন বিক্রি হচ্ছে দেখে রীতিমতো হতবাক টাস্কফোর্সের প্রতিনিধিরা। যাতে কোনও ভাবেই এই রসুন বিক্রি করা না হয় তার জন্য কড়া নির্দেশে দিয়েছেন তাঁরা।
আগামী কয়েকদিনের মধ্যে সবজির দাম না কমালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্স আধিকারিকরা।
প্রয়োজনে দোকানও বন্ধ করে দেওয়া হতে পারে বলে নির্দেশ দিয়েছেন তাঁরা। সমস্ত সবজির দামই প্রায় নিয়ন্ত্রণে এলেও এখনও কড়া দামে সবজি বিক্রি করছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। যতদিন না পর্যন্ত বাজার দর নিয়ন্ত্রণে আসবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে বলেছেন তাঁরা।
খুব তাড়াতাড়ি বাজার দর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন আলু ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করে আলুর দাম কমানোরও কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।