দেশবন্ধুর উত্তরসূরি প্রসাদ রঞ্জন দাশের কণ্ঠে জনবিপ্লবের সুর, জনগণই করবে সঠিক বিচার

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের সদস্য প্রসাদ রঞ্জন দাশ। রাজ্যের চিফ আর্কিটেক্ট হওয়ার পাশাপাশি সঙ্গীতশিল্পী ও সাহিত্যচর্চাতেও যথেষ্ট খ্যাতি তাঁর। সেই সঙ্গে লেখেন গল্প-ব্যালাড। প্রসাদ রঞ্জন দাশ আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় ব্যথিত ও চিন্তিত।

| Updated : Sep 14 2024, 08:53 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের সদস্য প্রসাদ রঞ্জন দাশ। রাজ্যের চিফ আর্কিটেক্ট হওয়ার পাশাপাশি সঙ্গীতশিল্পী ও সাহিত্যচর্চাতেও যথেষ্ট খ্যাতি তাঁর। সেই সঙ্গে লেখেন গল্প-ব্যালাড। প্রসাদ রঞ্জন দাশ আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় ব্যথিত ও চিন্তিত। তিনি সাধারণ মানুষের পথে নেমে প্রতিবাদ জানানোকে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হিসেবে দেখছেন। জনবিপ্লবের মাধ্যমেই সমাজ সংস্কার হবে বলে আশায় প্রসাদ রঞ্জন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি খুবই সমস্যার জায়গায় দেখছেন। 

Related Video