
স্ত্রী-বৌমা বাংলাদেশি! ২০০২-এর ভোটার লিস্টে নাম নেই, বৌমার স্বীকারোক্তিতে চাঞ্চল্য!
SIR Update Basirhat : উত্তর ২৪ পরগনার বসিরহাটে বড় বিতর্ক—৬৭ বছরের আবুল হোসেনের স্ত্রী সালেহা বিবি ও বৌমা রিনা আক্তার বাংলাদেশের বাসিন্দা হয়েও কীভাবে আধার, ভোটার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি পেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও বহুবার ভোট দেওয়ার স্বীকারোক্তিতে চাঞ্চল্য। SIR ফর্মে পরিবারের ৪ জনের নাম উঠতেই তৎপর প্রশাসন ও BLOরা।