শুক্রবার রথযাত্রার অনুষ্ঠান। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রথযাত্রার অনুষ্ঠান গবে। আর সেই কারণে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার অনুষ্ঠান।
বুধবার দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঠিক ছিল তিনি রথযাত্রার আগের দিন অর্থাৎ বৃহস্পতিার দিঘা যাবেন। কিন্তু বর্তমানে তাঁর সফরসূচির কিছু পরিবর্তন করা হয়েছে। তাতেই বৃহস্পতিবারের বদলে বুধবার দিঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তেমনই জানিয়েছে নবান্নের একটি সূত্র।
শুক্রবার রথযাত্রার অনুষ্ঠান। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রথযাত্রার অনুষ্ঠান হবে। আর সেই কারণে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার অনুষ্ঠান। রথযাত্রার সময় সমুদ্র সৈকত দিঘার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও সতর্ক তিনি। মমতা এবার রথের জন্য বাড়তি গুরুত্ব ও সতর্কতার ওপর জোর দিচ্ছেন বলে নবান্ন সূত্রের খবর। কোনও অপ্রীতিকর পরিস্থিতি চান না তিনি। আর সেই কারণেই আয়োজনের ওপরই নজরদারি চালাবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেয দিঘায় যাবেন রাজ্যের আরও পাঁচ মন্ত্রী। তঁদেরও নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হবে বলেও নবান্ন সূত্রের খবর। অনুমান করা হচ্ছে এই বছর দিঘায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথাযাত্রার সময় থাকবেন। এই বিপুর জনসমাগম সামলতে প্রশসন, পুলিশ, দমকল ও জনপ্রিতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্ন সূত্রের খবর মমতার নির্দেশ মত কী কী পদক্ষেপ করা হয়েছে,তা নিজের হাতেই পরিচালনা করতে চান মমতা। আর সেই কারণে সব প্রস্তুতি যাতে ঠিক থাকে তার জন্যই বুধবার দিঘায় যাচ্ছেন মমতা।
চলতি বছর মহকুম্ভে ভিড়ের চাপে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভিড় ব্যবস্থাপনা করতে বিশেষ নজর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে দড়ি টানার নির্দেশ ও সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্ভাব্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
