সংক্ষিপ্ত

উত্তরবঙ্গের প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, এনআইএ বিজেপির হয়ে কাজ করেছে। তিনি বলেন, 'কেন তারা মধ্যরাতে অভিযান চালাল? তাদের কাছে কি পুলিশের অনুমতি ছিল?'

 

বালুরঘাটের নির্বাচনী জনসভা থেকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী এজেন্সি এনআইএ-র ওপর হামলা নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যা। ভোট প্রচারে মমতা রয়েছে উত্তরবঙ্গে। কিন্তু সেখান থেকেই গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এনআইএ তদন্তের নিন্দা করেছেন। বলেছেন, 'ওখানে মহিলারা হামলা করেনি। আসল হামলা করেছে এনআইএ। মধ্যরাতে যগি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করেতবে মহিলারা কি হাতে শাঁখা, বালা বলে পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? নিজেদের ইজ্জত বাঁচাবে না!'

এদিন উত্তরবঙ্গের প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, এনআইএ বিজেপির হয়ে কাজ করেছে। তিনি বলেন, 'কেন তারা মধ্যরাতে অভিযান চালাল? তাদের কাছে কি পুলিশের অনুমতি ছিল?' তিনি আরও বলেন, কোনও অপরিচিত ব্যক্তি যদি মাঝরাতে কারও বাড়িতে যায় তাহলে যা হওয়া তাই হয়েছে। মমতার কথায়,'বিজেপি কি ভাবছে? প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেফতার করবে। এনআইএ-র কী অধিকার রয়েছে! তারা বিজেপিকে সমর্থন করার জন্য এজাতীয় কাজ করছে।' মমতা আরও বলেন,বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন। মমতা পাল্টা এনআই কর্মীদের ওপর বাংলার গ্রামবাসীদের ওপর আক্রমণ শুরু করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন প্রথমে এনআইএ হামলা করেছে তারপরই রুখে দাঁড়িয়েছে বাংলার গ্রামবাসীরা।

শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালানো হল। বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা। এক অফিসার আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫০-৬০ জনের একটি দল এনআইএ আধিকারিকদের উপর হামলা চালায়। তাঁদের গাড়িতে ইট ছোড়া হয়। গাড়ির কাচ ভেঙে যায়। এই হামলার ঘটনায় সন্দেশখালির মত মহিলারা সামনের সারিতে ছিলেন বলে অভিযোগ। বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বলাই মাইতি ও মনোব্রত জানা নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা। তাদের যখন গ্রেফতার করে নিয়ে এসে গাড়িতে তোলা হচ্ছিল, তখনই এনআইএ আধিকারিকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে।