'এক মাঘে শীত যায়না, দল ভাঙিয়ে তৃণমূল নিয়েছে বায়রন বিশ্বাসকে' তৃনমূলকে একহাত অধীরের

'তৃণমূলের কাছে মাথানত করেছে বায়রন বিশ্বাস। মানুষ চেয়েছিল বায়রনকে, তাই কংগ্রেস টিকিট দিয়েছিল। তৃণমূল সাগরদিঘির হারকে মানতে পারছিল না। তাই ভয়, সন্ত্রাস করে বায়রনকে দলে নিয়েছে।

Share this Video

'তৃণমূলের কাছে মাথানত করেছে বায়রন বিশ্বাস। মানুষ চেয়েছিল বায়রনকে, তাই কংগ্রেস টিকিট দিয়েছিল। তৃণমূল সাগরদিঘির হারকে মানতে পারছিল না। তাই ভয়, সন্ত্রাস করে বায়রনকে দলে নিয়েছে। বায়রন বিশ্বাস কোনদিন সক্রিয় ভাবে কংগ্রেস করেনি। আমরা প্রমাণ করে দিয়েছি মমতাকে পরাজিত করা যায়।' মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর।

Related Video