সংক্ষিপ্ত
ফিরহাদকে নিয়ে বিতর্কের জের! হিডকোর দায়িত্বে এবার নিজের কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী
বছর শেষেই বড় সিদ্ধান্ত। ইতিমধ্যেই হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে কলকাতার মেয়র ও রাজ্যের পুরো ও নগরেন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
সম্প্রতি সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্য করে বিতর্কে শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছিলেন ফিরহাদ হাকিম। জানা যায়, এই মন্তব্যের পরেই তাকে বকুনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্ক কাটতে না কাটতেই হিডকোর পদ থেকে সরিয়ে ফেলা হয় ফিরহাদ হাকিম।
বৃহস্পতিবার রাজ্য মন্ত্রীসভায় নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত। আপাতত হিডকোর দায়িত্বে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সব কাজ নিজেই দেখবেন তৃণমূল নেত্রী। তবে কি ফিরহাদ বিতর্কের কারণেই এমন সিদ্ধান্ত? এই নিয়ে জোর চর্রচা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
শুক্রবার ছিল টক টু মেয়র । এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ জানান, " এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এখন উনি নিজে সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। এতে বিন্দুমাত্র কোনও গুঞ্জন হওয়ার কারণ নেই। এটা সম্পূর্ণ ক্যাবিনেটের সিদ্ধান্ত। উনি নিশ্চই কোনও কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর মানে এই নয় যে সরিয়ে দেওয়া। আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজ দেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ দেবেন আমি মাথা পেতে নেব।
২০১১ সালে তৃণমূল আসার পরে হিডকোকে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে টানা ১৪ বছর পদাধিকারবলে হিডকোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদই। এবার তা বদলে মুখ্যমন্ত্রী নিজের কাঁধে সেই দায়িত্ব নিলেন। তারপর থেকেই শুরু হয়ে গেল জোর বিতর্ক।