Durga Puja 2024: শান্তিপুরের কুমারী পুজোয় ভক্তদের ভিড়! বিরাট আয়োজন শান্তিপুরের রামকৃষ্ণ মিশনে

স্বামী বিবেকানন্দ দেবী দুর্গাকে কুমারী রূপে পুজো করেছিলেন, আর সেই থেকেই কুমারী পুজোর প্রচলন শুরু হয় রামকৃষ্ণ মিশন গুলিতে। মহা অষ্টমীর দিন কুমারী পুজোর মধ্যে দিয়ে দেবী আরাধনা নদীয়ার শান্তিপুর বাগআঁচড়ার রামকৃষ্ণ মিশনে।

/ Updated: Oct 11 2024, 07:58 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্বামী বিবেকানন্দ দেবী দুর্গাকে কুমারী রূপে পুজো করেছিলেন, আর সেই থেকেই কুমারী পুজোর প্রচলন শুরু হয় রামকৃষ্ণ মিশন গুলিতে। মহা অষ্টমীর দিন কুমারী পুজোর মধ্যে দিয়ে দেবী আরাধনা নদীয়ার শান্তিপুর বাগআঁচড়ার রামকৃষ্ণ মিশনে। ২০১৪ সাল থেকে এই মঠে দুর্গা পুজো শুরু কড়া হয় এবং কুমারী পুজোর প্রচলন শুরু হয় ২০২২ সাল থেকে। তখন থেকেই ভক্তদের ঢল কুমারী পুজো দেখার জন্য।