- Home
- West Bengal
- West Bengal News
- Cyclone Dana: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে বুধবার থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, জারি হয়েছে সতর্কতা
Cyclone Dana: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে বুধবার থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, জারি হয়েছে সতর্কতা
- FB
- TW
- Linkdin
বৃষ্টি শুরু
ঘূর্ণিঝড় 'ডানা'র প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে রাজ্য।
বুধবার বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বুধবার থেকেই দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চারটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার বৃষ্টি
বৃহস্পতিবার দুই মেদিনীপুর দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। এই দিনের জন্য জরি করা হয়েছে লাল সতর্কতা।
বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি
আলিপুর হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকেই কলকায় বৃষ্টি হবে। সঙ্গে বৃষ্টি হবে হাওড়া, হুগলি , ঝাড়গ্রামে। কয়েকটি জায়গায় এইদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জরি করা হয়েছে।
হলুদ সতর্কতা
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জরি করা হয়েছে হলুদ সতর্কতা।
শুক্রবার বৃষ্টি অব্যাহত
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে ভারীথেকে অতিভারী বৃষ্টি হতে পরে। দুই একটি এলাকায় অত্যাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে এই দিনের জন্য লাল সতর্কতা জারি রয়েছে।
শুক্রবার হলুদ সতর্কতা
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে প্রচুর বৃষ্টি হতে পরে।
ঝোড়ো হাওয়া বইবে
বুধবর সন্ধ্যা থেকেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয় বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ঘুর্ণিঝড় ডানার গতিবেগ
হাওয়া অফিস জানিয়েছে,উপকূলীয় এলাকায় ঝড়ের গতিবেগ থাকতে পরে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকতে পরে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
বৃহস্পতিবারই ল্যান্ডফল
আলিপুর হাওয়া অফিসের প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার সকালের মধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে ডানা।