শক্তি হারালেও বিরাট খেলা দেখাচ্ছে ঘূর্ণিঝড় 'মন্থা'! কেমন তাণ্ডব চালাচ্ছে দেখুন!

Share this Video

Cyclone Montha Update Today : রাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'মন্থা'। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। কাকিনাড়ার কাছে নার্সাপুরে ল্যান্ডফল হয় 'মন্থা'র। যদিও বুধবার ভোরে শক্তি হারিয়েছে 'মন্থা'। বর্তমানে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে রয়েছে ঘূর্ণিঝড় 'মন্থা'। 'মন্থা'র জেরে তৈরি হয়েছে নিম্নচাপ। একাধিক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। হায়দ্রাবাদ ও ওড়িশাতে 'মন্থা' প্রভাব দেখা গিয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা

Related Video