
প্রবলে বেগে ধেয়ে আসছে 'মন্থা'! এখন কী অবস্থা অন্ধ্রপ্রদেশের?
yclone Montha Latest Update : তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে 'মন্থা'। সন্ধ্যার পর রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে 'মন্থা'। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আজই আছড়ে পড়বে 'মন্থা'। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় প্রশাসনিক কর্তারা। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছে NDRF। অন্ধ্রপ্রদেশের প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে 'মন্থা'র উপর। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় 'মন্থা'র গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা।