- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা, আসন্ন বাজেটে এই কারণেই আশা বাড়ছে সরকারি কর্মীদের
DA Hike: ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা, আসন্ন বাজেটে এই কারণেই আশা বাড়ছে সরকারি কর্মীদের
পরপর দুই বছরের মত এবারও রাজ্য বাজেটেই ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা।

বাজেটে ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা
পরপর দুই বছরের মত এবারও রাজ্য বাজেটেই ঘোষণা করা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা।
মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েন
দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েন চলছে। আইনি লড়াই থেকে আন্দোলন- সবেতেই রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।
তারই মধ্যে ডিএ ঘোষণা
এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একবার ডিএ ঘোষণা করা হতে পারে বলে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে।
বাজেটে ডিএ নিয়ে জল্পনা
বাজেটের সময়ই ডিএ ঘোষণা নিয়ে জল্পনার কারণ হল গত দুই বছর বাজেটের সময়ই ডিএ-এর কথাও ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেই কারণে এবারও বাজেটেই ডিএ ঘোষণা করা হতে পারে।
ডিএ-এর হার নিয়ে আলোচনা
সূত্রের খবর সরকার এবার বাজেটে ৪ শতাংশ হারে সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। যদিও নবান্ন এখনও কিছুই জানায়নি।
১৮ শতাংশ হারে ডিএ
রাজ্য সরকার যদি এবার চার শতাংশ হারে ডিএ দেয় তাহলে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।
গত বছরও চার শতাংশ
রাজ্য সরকার গত বছরও চার শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিল রাজ্যের সরকারি কর্মীদের জন্য। সেই কারণে এবারও বাজেট ঘিরে প্রত্যাশা রয়েছে সরকারি কর্মীদের।
ডিএ পাচ্ছেন
এতদিন সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আধীনে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০২৩ সালে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল সরকার।
কেন্দ্র রাজ্য ফারাক
বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ৩৯ শতাংশ ডিএ ফারাক রয়েছে। রাজ্য সরকারি কেন্দ্রের সমহারে ডিএ-র দাবিতে আন্দোলন করছেন।
অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়েও ক্ষোভ রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। কারণ তারা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই বেতন পাচ্ছেন।