সংক্ষিপ্ত
"পার্ট টাইম পলিটিশিয়ান " ঘাটালের তৃণমূল প্রার্থীকে এমনই খোঁচা দিলেন বিজেপির দিলীপ ঘোষ।
দেব "পার্ট টাইম পলিটিশিয়ান " ঘাটালের তৃণমূল প্রার্থীকে এমনই খোঁচা দিলেন বিজেপির দিলীপ ঘোষ। এদিন অভিনেতাকে একের পর এক কটাক্ষ করেন দিলীপ।
লোকসভা ভোট দোরগোড়ায়। দিল্লির গদি দখলের লড়াই চলছে জোরকদমে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ঘাটাল থেকে হ্যাটট্রিকের জন্য লড়ছেন দেব। দেবের উপরে আস্থা রেখেছে তৃণমূল সরকার। রবিবারই দেবের সমর্থনে ঘাটালে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই জনসভার পরদিনই দেবকে খোঁচা বিজেপির দিলীপ ঘোষের। সংসদে দেবের উপস্থিতির হার নিয়েও প্রশ্ন করেন তিনি। পাশাপাশি দেবকে ‘পার্টটাইম পলিটিশিয়ান’ বলেও তুলোধনা করলেন দিলীপ ঘোষ।
এদিন দুর্গাপুরের ফুলঝোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে মেদিনীপুর বিদায়ী সাংসদ বলেন , ‘দেব পার্টটাইম পলিটিশিয়ান। ফুলটাইম অ্যাক্টর। তাই ব্যালান্স করতে অসুবিধা হচ্ছে।’ এখানেই থেমে থাকেননি তিনি, এবার নিজের পরিচিত জোন থেকে বেরিয়ে অভিনয় নিয়ে দেবকে পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেন ‘অ্যাক্টিং ভালো করে করুন। গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন। বাংলা সিনেমা আপনারা বাঁচান। আমরা বাংলা বাঁচাচ্ছি।’
তবে এখনও পর্যন্ত এর পাল্টা কোনও উত্তর দেননি দীপক অধিকারী। এর আগেও দেবকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেছিল হিরণ। নিজের সহকর্মীকেও অত্যন্ত নরম সুরেই উত্তর দেন অভিনেতা দেব। কিছুদিন আগেই দেবের রাজনীতি ছাড়া নিয়ে তুমুন চর্চা শুরু হয়েগিয়েছিল নেট মাধ্যমে। একাধিক দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে তার কিছুদিন পরেই সমস্ত বিতর্কের অবলসান ঘটিয়ে ঘাটালে ফের প্রার্থী হওয়ার ঘোষণা করেন এই অভিনেতা।