- Home
- West Bengal
- West Bengal News
- আর মাত্র কয়েক ঘন্টা পর থেকেই রাজ্য জুড়ে চলবে দুর্যোগ! টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস!
আর মাত্র কয়েক ঘন্টা পর থেকেই রাজ্য জুড়ে চলবে দুর্যোগ! টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস!
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
- FB
- TW
- Linkdin
)
চৈত্রে মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার মত পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না। যদিও এরই মধ্যে টানা চারদিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অন্তত ৪৪ শতাংশ। আবহাওয় দফতর জানিয়েছে, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অন্তত ৪৪ শতাংশ। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হবে।
কলকাতায় বৃষ্টির ঘাটতি ৮৭ শতাংশ। দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। এর মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশেরও বেশি জানেন। দক্ষিণ দিনাজপুরে ঘাটতি ১০০ শতাংশের বেশি। হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ।
৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্বাভাস থাকলেও গত একমাস ধরে রাজ্যের একাধিক জেলায় একদমই বৃষ্টি হয়নি। এই সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে ফের পরিস্থিতি বদলাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পরে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে কয়েক দিন ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি-দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি-কোচবিহার এবং মালদহও। সঙ্গে বইতে পারো ঝোড়ো হাওয়া।