MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Duare Sarkar: এবার কি আরও একাধিক সুবিধা পাবেন রাজ্যবাসী? দুয়ারে সরকার নিয়ে বিরাট আপডেট

Duare Sarkar: এবার কি আরও একাধিক সুবিধা পাবেন রাজ্যবাসী? দুয়ারে সরকার নিয়ে বিরাট আপডেট

আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে আরও একবার শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির।

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 19 2025, 01:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
রাজ্য সরকারের মোট ৩৭টি প্রকল্প এবং পরিষেবা পাওয়ার জন্য এই শিবিরগুলিতে আবেদন করা যাবে
Image Credit : stockPhoto

রাজ্য সরকারের মোট ৩৭টি প্রকল্প এবং পরিষেবা পাওয়ার জন্য এই শিবিরগুলিতে আবেদন করা যাবে

সেই শিবির পরিচালনা করার জন্য শনিবার বেশ কিছু নির্দেশ দিয়েছে নবান্ন। 

215
পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, আগের মতো একগুচ্ছ আবেদন এবার আর গ্রহণ করা হবে না
Image Credit : Getty

পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, আগের মতো একগুচ্ছ আবেদন এবার আর গ্রহণ করা হবে না

সেইসঙ্গে, সঠিকভাবে শিবির পরিচালনার জন্য মোট ১১টি নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। 

315
সেখানে বলা হয়েছে, উৎসবের আবহেই আয়োজন করতে হবে এই শিবির
Image Credit : Getty

সেখানে বলা হয়েছে, উৎসবের আবহেই আয়োজন করতে হবে এই শিবির

রাজ্যে এই নিয়ে নবমবার ‘দুয়ারে সরকার’ শিবির আয়োজিত হতে চলেছে।

415
সেখানে আবার ১৮টি দফতরের মোট ৩৭টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে
Image Credit : stockPhoto

সেখানে আবার ১৮টি দফতরের মোট ৩৭টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে

আর এই শিবির নিয়েই শুক্রবার, জেলা প্রশাসনগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। 

515
সূত্রের খবর, সেখানে একাধিক সুবিধা এবং অসুবিধার কথা শুনেছেন তিনি
Image Credit : Social Media

সূত্রের খবর, সেখানে একাধিক সুবিধা এবং অসুবিধার কথা শুনেছেন তিনি

তারপরেই শনিবার, একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে। 

615
ইতিমধ্যেই কলকাতার পুর কমিশনার এবং সকল জেলাশাসককে এই নির্দেশ পাঠানো হয়েছে
Image Credit : twitter

ইতিমধ্যেই কলকাতার পুর কমিশনার এবং সকল জেলাশাসককে এই নির্দেশ পাঠানো হয়েছে

সেই নির্দেশিকায় ঠিক কী কী রয়েছে? 

715
সেখানে জানানো হয়েছে, জনগণের সুবিধার কথা মাথায় রেখেই শিবিরের জায়গা নির্ধারণ করতে হবে
Image Credit : our own

সেখানে জানানো হয়েছে, জনগণের সুবিধার কথা মাথায় রেখেই শিবিরের জায়গা নির্ধারণ করতে হবে

স্কুল, কলেজ কিংবা কমিউনিটি হলে এই শিবির বসাতে হবে।

815
যেখানে একসঙ্গে বহু মানুষ জড়ো হতে পারেন
Image Credit : our own

যেখানে একসঙ্গে বহু মানুষ জড়ো হতে পারেন

তবে এর আগে যে সব এলাকা বা মৌজায় কম শিবির হয়েছে, সেখানে এবার অবশ্যই শিবিরের আয়োজন করতে হবে। 

915
প্রত্যেক পঞ্চায়েতে ২-৩টি শিবির গড়তে হবে
Image Credit : our own

প্রত্যেক পঞ্চায়েতে ২-৩টি শিবির গড়তে হবে

তার চেয়ে বেশি সংখ্যায় শিবির করা যায় কি না, সেই সিদ্ধান্তও নেবে স্থানীয় প্রশাসন। 

1015
সেক্ষেত্রে ওই পঞ্চায়েতের জনসংখ্যা বুঝে সেই সিদ্ধান্ত নিতে হবে
Image Credit : our own

সেক্ষেত্রে ওই পঞ্চায়েতের জনসংখ্যা বুঝে সেই সিদ্ধান্ত নিতে হবে

ওয়ার্ড যদি ছোট হয়, তাহলে একাধিক ওয়ার্ডের বাসিন্দার আবেদন একটি নির্দিষ্ট শিবিরেই করতে পারবেন?

1115
প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল শিবিরের ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে
Image Credit : our own

প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল শিবিরের ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে

জানা যাচ্ছে, মোট শিবিরের ৩০% মোবাইল শিবির হতে হবে। 

1215
যাতে বেশি মানুষ সুবিধা পান, তাই সেই মতো শিবিরের স্থান, সময় এবং তারিখ নির্ধারণ করতে হবে
Image Credit : our own

যাতে বেশি মানুষ সুবিধা পান, তাই সেই মতো শিবিরের স্থান, সময় এবং তারিখ নির্ধারণ করতে হবে

নির্ভুলভাবে আবেদনকারীদের কাছ থেকে তথ্য গ্রহণ করে আবেদনও নথিভুক্ত করতে হবে। 

1315
তাছাড়া নির্দেশিকায় এই শিবিরের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার উপরেও জোর দিতে বলা হয়েছে
Image Credit : our own

তাছাড়া নির্দেশিকায় এই শিবিরের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার উপরেও জোর দিতে বলা হয়েছে

অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও একগুচ্ছ নির্দেশ দিয়েছে সরকার। সাধারণ মানুষকে সাহায্যের পাশাপাশি শিবিরে তাদের পণ্য বিক্রির কথাও বলা হয়েছে বলে জানা গেছে। 

1415
শুধু তাই নয়, কন্যাশ্রী ক্লাবের সদস্যদেরও এই শিবিরে যোগ দিতে বলা হয়েছে
Image Credit : our own

শুধু তাই নয়, কন্যাশ্রী ক্লাবের সদস্যদেরও এই শিবিরে যোগ দিতে বলা হয়েছে

নোডাল বিভাগের তৈরি করা নির্দেশিকাও পাঠানো হয়েছে। সবশেষে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের আবহেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করতে হবে। 

1515
আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে,
Image Credit : Getty

আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে,

সেগুলি সব ২৮ ফেব্রুয়ারির মধ্যে ‘প্রসেসিং’ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: ‘এখন থেকেই প্ল্যানিং করুন…!’ হাওড়ায় ভোটের আগে বড় হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image2
জানুয়ারিতেই ২-৩% DA বৃদ্ধি! একধাক্কায় ৬০% হতে চলেছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
Recommended image3
Now Playing
ধূপগড়ির তৃণমূল বিধায়ককে অপদার্থ আখ্যা, চরম শাস্তি পেলেন দুই দলীয় কর্মী
Recommended image4
Train Cancel: হাওড়া ও শিয়ালদায় বাতিল একাধিক লোকাল ট্রেন, কবে-কোন সময় দেখে নিন
Recommended image5
SIR-এর শুনানি নিয়ে 'প্রবল চাপে' মৃত্যু মহিলার! কাঁথিতে বিতর্কে TMC-BJP
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved