- Home
- West Bengal
- West Bengal News
- শ্রাবণের প্রথমে আকাশজুড়ে মেঘের খেলা, শনিবার থেকে ভিজবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলা
শ্রাবণের প্রথমে আকাশজুড়ে মেঘের খেলা, শনিবার থেকে ভিজবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলা
শ্রাবণের প্রথম থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য। সোমবার পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
- FB
- TW
- Linkdin
নিম্নচাপের জেরে বৃষ্টি
বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়বে।
বৃষ্টি হবে
আলিপুর হাওয়া আফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিও ভিজবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
সোমবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে
নিম্নচাপের অবস্থান
মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু’দিনে এটি আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে।
শুক্রবার থেকেই বৃষ্টি শুরু
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল দফায় বৃষ্টি হচ্ছে। দিনভর আকাশের মুখভার রয়েছে।
বৃষ্টির কারণ তারমাত্রা নিম্নগামী
বৃষ্টির কারণে দিন কয়েক ধরে চলা অস্বস্তিকর পরিবেশ কেটেগেছে। তাপমাত্রার পারদ অনেকটাই কমে গেছে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রির সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
রবিবার কলকাতায় ভারী বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় রবিবার ভারী বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।