WB Weather News:  দিনভর বৃষ্টিতে ভিজছে বাংলা। সপ্তাহের শুরুতেই কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

WB Weather News: সকাল থেকেই আকাশের মুখ ভার ছিলো। বেলা গড়াতেই দফায় দফায় বাড়ছে বৃষ্টির দাপট। সপ্তাহের শুরুতেই দিনভর লাগাতার বৃষ্টিতে নাজেহাল মানুষ। কেমন থাকবে সপ্তাহভর দক্ষিণবঙ্গের আবহাওয়া? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খন্ড, ছত্তিশগড়ের দিকে। আজ সারাদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা বাড়বে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সুরাটগড় শীর্ষা দিল্লি লখনৌ বারানসি ডালটনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):-

সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (North Bengal Weather Forecast):-

সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহষ্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুক্রবারে ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া (Kolkata Today Weather Forecast):-

দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতার আজকের তাপমাত্রা (Kolkata Today Temperature):-

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯২ শতাংশ। এছাড়াও ভিনরাজ্যে তথা ভারী থেকে অতি ভারী এমনকি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্রে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে। রাজস্থান, বাংলা, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড, কঙ্কন ও গোয়া, ওড়িশা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।