- Home
- West Bengal
- West Bengal News
- বছর শেষের আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
বছর শেষের আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Local Train Cancel News: বছর শেষের আগে সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ট্রেন। কতদিন পর্যন্ত থাকবে ট্রেন বাতিল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন
ফের বাতিল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, রেলের লাইন ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার অর্থাৎ ২১ ডিসেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল পূর্ব রেল। ওইদিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ছুটির দিনে এই সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ
পূর্ব রেলের হাওড়া ডিভিশন সূত্রে খবর, আগামী কয়েকদিন ট্রেন চলাচলে পরিবর্তন করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি জারি করে রেলের তরফে জানানো হয়েছে। চলতি মাসের ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিটের ট্রাফিক ব্লক করা হবে বলে খবর। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বাতিল ট্রেনের তালিকা
রেল সূত্রে জানানো হয়েছে, আগামী রবিবার নিম্নলিখিত ট্রেনগুলি বাতিল থাকবে:
হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩ এবং ৩৬৮২৩ নম্বর লোকাল।
ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬ এবং ৩৭৭৪৯ নম্বর লোকাল।
বর্ধমান থেকে: ৩৬৮৩৪ নম্বর লোকাল।
বাতিল ট্রেনের তালিকা দেখুন
এছাড়াও বাতিল থাকবে- শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬ নম্বর লোকাল।
আরামবাগ থেকে: ৩৭৩৬৪ এবং ৩৭৩৯৬ নম্বর লোকাল।
কাটোয়া থেকে: ৩৭৭৪৮ নম্বর লোকাল।
যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময় পরিবর্তন
হাওড়া–আরামবাগ লোকাল (৩৭৩৬৫): এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়লেও আরামবাগ পর্যন্ত যাবে না। পরিবর্তে ট্রেনটি তারকেশ্বর স্টেশনে যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেটেড)। ২. কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০০৯): এই ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ১২:০০ টার পরিবর্তে ট্রেনটি দুপুর ১২:৩০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন এবং নিরাপদ ট্রেন পরিষেবা বজায় রাখার স্বার্থে এই সাময়িক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। যাত্রীদের যাত্রা শুরু করার আগে সময়সূচি মিলিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

