WB Rain Alert: মৌসুমি বায়ু বঙ্গে প্রবেশ করতেই শুরু হয়ে গিয়েছে দফায় দফায় বৃষ্টি। বুধবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
WB Rain Alert: ১৭ জুনের মধ্যে বঙ্গে ঢুকবে বর্ষা। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। কখনও একনাগাড়ে তো আবার কখনও ঝিরি-ঝিরি বৃষ্টিতে আকাশে বুধবারেও দেখা মেলেনি সূর্যের। আজ দিনভর কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলায় রাজ্যজুড়েই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিবেশের ফলে দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগর ও গুজরাটের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বেশিরভাগ অংশে বর্ষার অবস্থান রয়েছে। এদিকে বাংলা ও উড়িষ্যার সমস্ত অঞ্চল ছাড়াও ঝাড়খন্ড ও বিহারের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দিশা ইনডোর পাঁচমাড়ি মান্ডালা অম্বিকাপুর হয়ে হাজারীবাগ এর ওপর অবস্থান করছে। অসম এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Rain Update):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ সব জেলাতেই দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বৃষ্টি। ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। সপ্তাহজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার। এছাড়াও বুধবার দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টিতে রাতের তাপমাত্রা কমেছে। আজ দিনের তাপমাত্রা ও স্বাভাবিকের নিচে চলে যাবে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়-জেলায়। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। একনাগারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি। তবে বৃষ্টি কমলে অস্বস্তি থাকবে।
কলকাতার তাপমাত্রা (Kolkata Weather Temperature):-
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২০.৫ মিলিমিটার।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজও কাল ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলার কিছু জায়গায়। দার্জিলিং সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা।
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায়। বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় -বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


