Nagerbazar : সুযোগ পেয়েই দুই সুন্দরী তরুণী অন্তর্বাসে চালান করছিল সোনার গয়না! তারপর যা হল...

Nagerbazar Jewellery Theft Case : দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরনো সোনাপট্টিতে এক সোনার দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়াল। ক্রেতা সেজে দোকানে ঢোকেন দুই তরুণী। গয়না দেখার নাম করে সুযোগ বুঝে সেগুলি অন্তর্বাসে লুকিয়ে ফেলেন তাঁরা।

Arup Dey | Updated : Jun 10 2025, 01:32 PM
Share this Video

Nagerbazar Jewellery Theft Case : দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরনো সোনাপট্টিতে এক সোনার দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়াল। ক্রেতা সেজে দোকানে ঢোকেন দুই তরুণী। গয়না দেখার নাম করে সুযোগ বুঝে সেগুলি অন্তর্বাসে লুকিয়ে ফেলেন তাঁরা। তবে দোকানের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁদের বসিয়ে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে গোটা ঘটনা ধরা পড়তেই দোকানের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। নাগেরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুই তরুণীকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Video