সংক্ষিপ্ত
আচমকাই মাঝ আকাশে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার।
দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই মাঝ আকাশে প্রবল ঝড় বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে নিয়ে যাওয়া হয়। অল্প সময়ের মধ্যেই সেবকের এয়ারবেসের কাছাকাছি পৌঁছয় কপ্টারটি। সেখানেই জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সূত্রের খবর সকলেই নিরাপদয়ে রয়েছেন।
নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও মমতার নিশানায় কেন্দ্র। সোমবারের পর মঙ্গলবারও বিএসএফ ইস্যুতে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার জলপাইগুড়ির চেকেন্দা ভাণ্ডারী মাঠে জনসভা করলেন তৃণমূল নেত্রী। এদিন দিনহাটায় তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়েও তীব্র আক্রমণ শানালেন মমতা। বিএসএফ প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী বললেন, 'কোচবিহারে বিএসএফের গুলিতে আরও কয়েকজন মারা গিয়েছে। বিএসএফ-এর সবাই খারাপ নয়। তবে আমি তাঁদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করব। মোদীজি আজ আছে কাল নেই, কিন্তু বিএসএফকে আজীবন দেশ রক্ষা করতে হবে'
মঙ্গলবার জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে কোচবিহার নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়,'কোচবিহারে আমাদের একজনকে গুলি করে মারা হয়েছে। সীমান্ত পেরিয়ে দুষ্কতীরা ঢুকেছে। এই ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নেব। বিএসএফের গুলিতে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ক্ষতিপূরণ দেওয়া হবে।'
প্রসঙ্গত, কোচবিহারে মমতার সভার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী কোচবিহার। মঙ্গলবার সকালে গুলি চলল দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে। ঘটনায় নিহত এক তৃণমূল কর্মী। মৃতের নাম বাবু হক। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্মদল। মঙ্গলবার সকালে ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।