- Home
- West Bengal
- West Bengal News
- বর্ষশেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আজ থেকেই ঢুকবে ৬০ হাজার টাকা
বর্ষশেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ১২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আজ থেকেই ঢুকবে ৬০ হাজার টাকা
আবাস যোজনার আওতায় নাম লিখিয়েছেন এমন ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ ঢুকবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। ২০২৪ সালের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন যাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে।

বছরের মধ্যবিত্তের মুখে ফুটল হাসি। রাজ্যের মোট ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ ডিসম্বর ঢুকবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা।
আবাস যোজনার আওতায় যারা নাম লিখিয়েছেন তার মধ্যে রাজ্যের মোট ১২ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা আজ ঢুকবে।
সবচেয়ে বড় কথা নবান্ন থেকে এই প্রকল্পে প্রথম টাকা দিয়ে সূচণা করবেন খোদ মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে যাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তারা ২০২৪ সালের মধ্যেই তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন।
হিসেব কষে দেখা হয়েছে রাজ্যের প্রায় ১২ লক্ষ পরিবারের প্রায় ৫০ লক্ষ মানুষ এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য উপকৃত হবেন।
এর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির ৬০ শতাংশ টাকা দিত কেন্দ্র বাকি ৪০ শতাংশ মিলত রাজ্য থেকে।
কিন্তু ২০২২ সালের পর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা বন্ধ হয়ে যায়।
এরপর থেকে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় জানান বাংলার বাড়ি প্রকল্পে সব টাকা রাজ্য সরকার দেবে বলেই ঘোষণা করেন তিনি।