সংক্ষিপ্ত

অর্জুন জানিয়েছেন, বোমার স্‌প্লিন্টারের আঘাত লেগেছে তাঁর পায়ে। পুলিশের সামনেই নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয় বলে অর্জুনের অভিযোগ।

শুক্রবার সকালে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাটপাড়ার বাড়ি ‘মজদুর ভবনে’ ইট-বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন বলেন ‘‘২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোড়া হয়। কয়েক জন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কাধাক্কি করেছে।’’

একদা কংগ্রেস নেতা অর্জুন তৃণমূল প্রতিষ্ঠার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন। ২০০১ থেকে টানা চারটি বিধানসভা ভোটে ভাটপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন। ব্যারাকপুরে দাঁড়িয়ে জয়ীও হন তিনি। কিন্তু তিন বছর দু’মাস পরে ২০২২ সালে মে মাসে আবার তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এ বারের লোকসভা ভোটে টিকিট না পেয়ে আবার অর্জুন বিজেপিতে ফিরে গিয়েছিলেন। যদিও বিজেপির টিকিটে দাঁড়িয়েও জিততে পারেননি ব্যারাকপুরে।

এদিন এই অর্জুন সিংয়ের বাড়িতেই হামলা চলে। ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিংহ এবং তাঁর ২০-২৫ জন সঙ্গী মিলে হামলা চালান বলে অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন। শুক্রবার অর্জুন বলেন, ‘‘নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েক জন আসামিও আজ আমার বাড়িতে হামলা চালায়।’’ ঘটনার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন জানিয়েছেন, বোমার স্‌প্লিন্টারের আঘাত লেগেছে তাঁর পায়ে। পুলিশের সামনেই নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয় বলে অর্জুনের অভিযোগ। তিনি বলেন, ‘‘হইহল্লার আওয়াজ পেয়ে আমি নীচে নেমে এসেছিলাম। তখন দুষ্কৃতীরা বোমা ছোড়ে।’’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।