Malda Flood : জাতীয় সড়ক না ঝিল! তুমুল বৃষ্টিতে মালদায় বন্যা পরিস্থিতি

মালদায় রাতভর তুমুল বৃষ্টি। বন্যা পরিস্থিতি গাজোলের আদিনা, আলতোড়, কৃষ্ণপুর এলাকায়। এলাকার চাষের জমি জলের তলায়। গাজোলের ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হুহু করে বইছে জল। আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ জলে প্লাবিত।

Share this Video

মালদায় রাতভর তুমুল বৃষ্টি। বন্যা পরিস্থিতি গাজোলের আদিনা, আলতোড়, কৃষ্ণপুর এলাকায়। এলাকার চাষের জমি জলের তলায়। গাজোলের ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে হুহু করে বইছে জল। আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ জলে প্লাবিত। জাতীয় সড়ক না ঝিল বোঝাই দায়! বিপর্যস্ত যানবাহন পরিষেবা।

Related Video