সংক্ষিপ্ত

রাজ্যের সড়ক নিরাপত্তা জোরদার করতে পরিবহণ দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। বাইক আরোহী এবং যাত্রীদের এখন থেকে IS 4151:2015 মানসম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে। ২৩ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।

একের পর এক দুর্ঘটনার ফলে রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে যাত্রীদের নিয়ে বেশ চিন্তিত মানুষ। শুধু যাত্রীদের জীবনই বিপন্ন তা বলা যাবে না। একই সঙ্গে সড়কে চলাচলকারী মানুষের জীবনও বিপন্ন। সেই কারণেই এ বার রাজ্যের পরিবহণ দফতরের তরফে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত বাইক চালক এবং যাত্রীদের জন্য এই নির্দেশিকা আনা হয়েছে।

এবার হেলমেট নিয়ে নতুন নির্দেশিকা আনল রাজ্য সরকার। এখন থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং বলা হয়েছে, এখন থেকে বাইক চালানোর সময় সাধারণ কোনও হেলমেট পরা যাবে না। এখন থেকে বাইক আরোহী ও যাত্রীদের বিশেষ মানের হেলমেট ব্যবহার করতে হবে। রাজ্য পরিবহণ দফতর এই বিষয়ে ভারতীয় মান ব্যুরোর নিয়ম অনুসরণ করছে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র IS 4151:2015 মানসম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে। নিম্নমানের হেলমেট ব্যবহার করা যাবে না।

এই বিষয়ে নতুন নির্দেশিকা ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে। এছাড়াও, শীঘ্রই এই বিষয়ে একটি প্রচার চালানো হবে। জানা গেছে, পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেল অ্যাসোসিয়েশন এই প্রচার চালাবে। ক্যাম্পেইন চলাকালীন কলেজের শিক্ষার্থীদের বাছাই করে উন্নতমানের হেলমেট দেওয়া হবে। হেলমেটের মান নিয়ে কথা বলার পাশাপাশি আরও অনেক বিষয় নিয়েও আলোচনা হবে। এদিন পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, সড়ক নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। এখন থেকে কঠোর নজরদারি করা হবে।