সংক্ষিপ্ত
ঘাটাল উত্তাল খুনের রাজনীতি নিয়ে। বিজেপির হিরণ ও তৃণমূলের দেব একে অপরকে নিশানা করেছেন।
খুনের অভিযোগ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র। প্রচারে বেরিয়ে ভরা জনসভায় দাঁড়িয়ে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ১০-২০ মে-র মধ্যে কেশপুরে খুন হবে। একটা ষড়যন্ত্র করেছে স্থানীয় বিজেপি প্রার্থী ও বিজেপি দল। তিনি আরও বলেন, বিজেপি কর্মীকেই খুন করে তার দায় চাপিয়ে দেওয়া হবে তৃণমূলের ঘাড়ে। কেশপুরের মাটিতে দাঁড়িয়ে ভোট প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন দেব। দেবের এই মন্তব্যের পরই পাল্টা সরব হয়েছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়।
'অম্বানি-আদানি নিয়ে চুপ কেন?' রাহুল গান্ধীকে পাল্টা তোপ নরেন্দ্র মোদীর- উত্তর দিলেন প্রিয়াঙ্কা
দেব বলেছেন, তাঁর কাছে খবর রয়েছে বিজেপি নেতা যারা নিজের প্রার্থীকে জেতানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন, খাটছেন, তেমনই একজনকে খুন করা হবে। আর খুন করে তার দায় চাপিয়ে দেওয়া হবে তৃণমূলের ওপর। বিজেপি নিজেই খুন করবে। ষড়যন্ত্র করে খুব করবে। ভোটের আগে অশান্তি তৈরি করবে। তিনি আরও বলেন বিজেপি বুঝেছে ঘাটাল থেকে জেতার আর কোনও রাস্তা নেই। তাই এই মৃত্যুর রাজনীতি করছে। তিনি আরও বলেন, তিনি কেশপুরে ১০ বছর শান্ত করে রেখেছেন। দেবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হিরণ সোজা পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি বলেছেন, খুনের পরিকল্পনা করেছেন ঘাটালের বিদায়ী সাংসদ ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। তিনি থানায় এফআইআর করেছেন। একই সঙ্গে দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।
Watch Video: 'টার্গেট কিলিং ভারতীয়রা জড়িত', ভারত বিরোধী দাবি করেও বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের
হিরণ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ক্রিমিনাল বলেছেন। তিনি বলেছেন তাঁরা এফআইআর করছেন। তিনি আরও বলেন, 'আমি কেশপুরে বিজেপি কর্মীদের উদ্দেশ্য বলেছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে।' তিনি দেবকে নিশানা করে বলেন, 'একজন সাংসদ ও প্রার্থী খুনের পরিকল্পনা করছেন। বিজেপি কোনও খুনের পরিকল্পনা করবে কি ওঁকে জানিয়ে?' তিনি আরও বলেন, এটা খুবই হাস্যকর কথা। এমন কথা পৃথিবীতে কেউ কখনও শোনেনি বলেও দাবি করেন। হিরণ আরও বলেছেন, তাঁরা সকলেই নিরাপত্তা চেয়ে নির্বাচনকমিশনে যাচ্ছেন। পাশাপাশি দেবের গ্রেফতারি দাবি করেছেন। তিনি বলেন আইনজীবীর সঙ্গে তাঁরা কথা বলেছেন। তিনি আরও বলেন, প্রার্থী প্রকাশ্যে খুনের কথা বলেছেন, এটি খুবই লজ্জার ব্যাপার বলেও দাবি করেন তিনি।