Serampore : চিলের মত ছোঁ মেরে একসাথে ৮টি সোনার চেন নিয়ে পালাল চোর! চাঞ্চল্য এলাকায়

Serampore Crime News : হুগলির শ্রীরামপুর থানার অন্তর্গত চাতরা বউবাজারে একটি সোনার দোকান থেকে ভর সন্ধ্যাবেলায় ৮ লক্ষ টাকার সোনা চুরি করে চম্পট দিল এক চোর। ঘটনাটি ঘটেছে ২৮ মে। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো চুরির মুহূর্ত।

Share this Video

Serampore Crime News : স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক দুদিন ধরে দোকানটিতে রেকি করছিল। প্রথম দিন একটি রুপোর আংটি ও দ্বিতীয় দিন একটি বেবি চেন কেনার পর দোকান মালিকের সঙ্গে বিশ্বাস তৈরি করে। তৃতীয় দিন সে এসে একটি সোনার চেন দেখার নামে পুরো চেনের গোছাটি নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

চুরির ঘটনার পর সোনার দোকানের মালিক আতঙ্কে রয়েছেন এবং শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Video