
Sundarban Tigers : সুন্দরবনের গভীর জঙ্গলে 'ওরা' বাড়ছে! ক্যামেরাবন্দী সব প্রমাণ
Sundarban Tigers : সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানাল বন দফতর। ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং সুমারির বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
Sundarban Tigers : বন দফতরের মতে, সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০১টি। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব হিসাবে এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১১ থেকে ১১৩-এর কাছাকাছি।
প্রায় ৭২২টি ইনফ্রা-রে ক্যামেরা ব্যবহার করে ৪৫ দিন ধরে চলা এই সুমারিতে প্রায় ৩৫০ বনকর্মী অংশ নেন। ক্যামেরায় ধরা পড়েছে একাধিক নতুন বাঘ ও ব্যাঘ্র শাবকের উপস্থিতি।
বন দফতরের মতে, সুন্দরবন এখন বাঘেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। গত কয়েক বছরে বহু ব্যাঘ্র শাবকের ছবি মিলেছে, যেগুলি এখন সাবালক হয়েছে। বাঘের প্রজননও যথেষ্ট সফলভাবে হচ্ছে বলে জানিয়েছেন বন আধিকারিকরা।
দফতরের আশা, আগামী কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে।