New Bus Route: হাওড়ার রামরাজাতলা থেকে রাজাবাজার পর্যন্ত চলত এইচবি৯ বাস। নানা কারণে এই বাস রুট বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি বেলেপোল থেকে নতুন করে এই বাস রুট চালু হয়। এবার সাঁতরাগাছি থেকে শিয়ালদা পর্যন্ত চালু করা হল এই বাস।
HB9 Bus Route: এবার থেকে ভ্রমণ সেরে ট্রেনে করে সাঁতরাগাছি পৌঁছে শিয়ালদহ যাওয়ার জন্য আর ভাবতে হবে না। চলতি বছরের শেষেই চালু হচ্ছে সাঁতরাগাছি শিয়ালদা বাস পরিষেবা। শহরের তিনটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের যোগাযোগ স্থাপন করবে HB9 এই নতুন রুটের বাস পরিষেবা। প্রাথমিক ভাবে ১২টি বাস দিয়ে শুরু হতে চলেছে এই রুটটি। প্রথম বাসটি সাঁতরাগাছি থেকে সকাল ৬.৩০ মিনিটে ছাড়বে। এবং শেষ বাসটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশে। রুটের সাধারণ সম্পাদক সঞ্জীব পাত্র সংবাদমাধ্যমকে জানান, সকাল ৬.৩০ থেকে ১২ মিনিট অন্তর চলাচল করবে HB9 রুটের বাসগুলি। তিনি আরও জানান, সাঁতরাগাছি ছেড়ে রামরাজাতলা হয়ে, বেলেপোল হয়ে হাওড়া স্টেশন দিয়ে এমজি রোড ধরে শিয়ালদা পৌঁছবে বাস।
লকডাউনের সময় বন্ধ রুট
২০০৩ সাল থেকে করোনাভাইরাস লকডাউনের আগে পর্যন্ত হাওড়ার রামরাজতলা থেকে রাজাবাজার পর্যন্ত ৯ নম্বর রুট হিসাবে নিত্য যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় রুট ছিল এই বাস। কিন্তু করোনাভাইরাস অতিমারীর পর থেকেই রুটটি বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এরপর চলতি বছরের শেষের দিকে নতুন রূপে নতুন নাম দিয়ে চালু হচ্ছে এই গুরুত্বপূর্ণ বাস পরিষেবাটি। একজন নিত্যযাত্রী কৌশিক চ্যাটার্জি বলেন, এই নতুন বাস পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের পাশাপাশি উপকৃত হবেন ট্রেনের যাত্রীরা। অনেককেই সাঁতরাগাছি নেমে হাওড়া স্টেশন পর্যন্ত লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে শিয়ালদা যেতে হয়। না হলে ট্যাক্সি বা ক্যাবে চড়া ভাড়ায় শিয়ালদা পৌঁছতে হয়। এবার থেকে একটি বাসেই শহরের গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন যাত্রীরা।
বেআইনি বাসের দাপট কমবে?
প্রতিদিন বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ট্রেনে চড়ে সাঁতরাগাছি স্টেশনে এসে নামেন। তারপর তাঁরা শিয়ালদা স্টেশনে যান। সাঁতরাগাছি স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে বেআইনিভাবে বেশি ভাড়া নেয়। এবার নতুন বাস রুট চালু হওয়ায় এই ধরনের বেআইনি বাসের দাপট কমতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


