- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update:ঘূর্ণাবর্তের জেরে তিন দিন চলবে ভারী বৃষ্টি, বৃষ্টিতে ভাসবে বাংলা? রইল আপডেট
Weather Update:ঘূর্ণাবর্তের জেরে তিন দিন চলবে ভারী বৃষ্টি, বৃষ্টিতে ভাসবে বাংলা? রইল আপডেট
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।

টানা কদিন ধরে চলছে বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি জারি আছে। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া। আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা রহমান বিশ্বাস।
জানা গিয়েছে, উত্তর বাংলাদেশে আছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা। যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বর্তমান। তিনি জানান, পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সূত্রের খবর আগামী তিন দিন দক্ষিণবঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমন অগস্টের শুরু থেকে বাড়বে এই বৃষ্টি।
আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা আছে দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আটটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। অর্থাৎ এখনই রেহাই মিলছে না বৃষ্টি থেকে।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কলকাতায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র গত ২ দিন ধরে উত্তাল। আরও অন্তত ১২ ঘন্টা মৎসজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আবার উত্তর বঙ্গোপসাগর এব সংলগ্ন উপকূলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৫৫ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে।

