- Home
- West Bengal
- West Bengal News
- উত্তর বাংলাদেশে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায়-জেলায় আরও বাড়বে বৃষ্টি? রইল বিরাট আপডেট
উত্তর বাংলাদেশে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায়-জেলায় আরও বাড়বে বৃষ্টি? রইল বিরাট আপডেট
WB Weather News: সপ্তাহের শুরুতেই দিনভর বৃষ্টিতে ভিজচ্ছে মহানগর থেকে শহরতলি। দফায় দফায় বৃষ্টিতে জলযন্ত্রণায় জেরবার সাধারণ মানুষ। কেমন থাকবে সারা সপ্তাহজুড়ে আবহাওয়া। রইল বিরাট আপডেট। দেখুন ফটো গ্যালারি…

ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যারফলে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টির সতর্কতা
বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায়। জুলাই মাসের শেষ দিকে এসে কলকাতা বৃষ্টিতে এগিয়ে গেল অনেকটা। দক্ষিণবঙ্গ এখনো বৃষ্টিতে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গের তুলনায়।
দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টি
দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতে। স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হাওড়াতে। দক্ষিণবঙ্গের ৬৫০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৫৫৮.৬ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি?
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। ৬৯৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাত ৯৮৯.৭ মিলিমিটার। উত্তরবঙ্গে ৩০ শতাংশ বেশি ঘাটতি রয়েছে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। শুধুমাত্র মালদহ জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

