- Home
- West Bengal
- West Bengal News
- WB Weather Update: সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা! ভোররাত থেকেই বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী
WB Weather Update: সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা! ভোররাত থেকেই বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী
সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যদিও নিম্নচাপের প্রভাব কমায় রাজ্যে বৃষ্টিপাত কমেছে।

সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে হাওয়া অফিস সূত্রের খবর, ধীরে ধীরে নিম্নচাপ ছত্তিসগড়ে শক্তি হারাচ্ছে। যার দরুন আজ রাজ্যে বৃষ্টির প্রভাব অনেকটাই কমেছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাচ্ছে।
মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। অবশেষে ভারী বৃষ্টির দাপট কমেছে রাজ্যে।
সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সমুদ্রে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকালও অর্থাৎ রবিবার, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়।
দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েই চলেছে বিগত কয়েকদিন ধরেই। যদিও পুরোপুরি বৃষ্টি দুর্যোগ এখনও কাটেনি। যার অন্যতম প্রধান কারণ হল মৌসুমি বায়ু।
এই বায়ুর জন্য বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে একাধিক জেলায়। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। জানা যাচ্ছে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।

