WB Weather News: সপ্তাহান্তে রৌদ্রঝলমল আকাশ। সপ্তাহজুড়ে কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WB Weather News: প্রায় একসপ্তাহ পর সপ্তাহান্তে মিলেছে রোদের দেখা। শনিবার সকাল থেকেই কলকাতা সহ শহরতলিতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। ছুটির দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? কখন নামবে বৃষ্টি? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পডুন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। এর কারণে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
উত্তর ছত্তিশগড়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এটি উত্তর ছত্তিশগড় এবং উত্তর ওড়িশার উপর দিয়ে বিস্তৃত। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই অস্বস্তি বাড়বে। ফলে বাড়বে গরম।
রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আংশিক মেঘলা আকাশ, পরে মেঘলা আকাশের সম্ভাবনা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো কমবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (Today North Bengal Weather Update):-
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে। কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বাড়ি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।
কলকাতার আজকের আবহাওয়া (Today Kolkata Weather Forecast):-
আজ মূলত মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। স্ট্রং মনসুন ফ্লো র প্রভাবেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
কলকাতার তাপমাত্রা (Today Kolkata Temperature):-
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪.৯ মিলিমিটার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে


