WB Weather News: জৈষ্ঠ্যের শুরুতেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। কবে কমবে গরম নামবে স্বস্তির বৃষ্টি? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Kolkata Weather Update News: শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় সকাল থেকেই চড়ছে উষ্ণতার পারদ। বেলা যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে রোদের ঝলকানি। সপ্তাহজুড়ে কেমন থাকবে কলকাতার আবহাওয়া। সামনে এলো বড় আপডেট। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আংশিক মেঘলা আকাশ থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে সারাদিন। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী রবি-সোমবার পর্যন্ত।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Full Weather Forecast Of South Bengal):-
হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।
ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই কমবে না গরম। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভাব।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। হরিয়ানা, রাজস্থান আসাম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে ২১ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ২২ মে নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে। যারফলে জুনের শুরুতেই বঙ্গে ঢুকবে বর্ষা।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Today Kolkata Weather Update)
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে সকাল থেকেই গরম ও অস্বস্তি ভাব বজায় থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতাতে।
বুধবার কলকাতার তাপমাত্রা (Today Kolkata Temperature):-
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯১ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Forecast News):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সতর্কবার্তা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল
অর্থাৎ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবি সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের এই জেলাগুলিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


