- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: গত ৪ বছরে সর্বাধিক বৃষ্টি, জেনে নিন কদিন চলবে বৃষ্টি, রইল ওয়েদার আপডেট
Weather Update: গত ৪ বছরে সর্বাধিক বৃষ্টি, জেনে নিন কদিন চলবে বৃষ্টি, রইল ওয়েদার আপডেট
Weather Update: জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পর, জুলাই মাসেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জুলাই মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কম থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কিছুটা ঘাটতি থাকতে পারে।

জুনে স্বাভাবিক বৃষ্টি পেয়েছে তিলোত্তমা। জুলাইতেও শহরে বৃষ্টির ঘাটতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সূত্রের খবর, জুলাই মাসেও কলকাতার স্বাভাবিক বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্চির জন্য তাপমাত্রার পারদও কমবে বলে জানা যাচ্ছে।
গত ১৭ জুন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করেছে বর্ষা। সেই মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল জোড়া নিম্নচাপ।
জুন ১৯ দিন বৃষ্টি হয়েছে শহরে। মোট বৃষ্টি হয়েছে ২৪১.৫ মিলিমিটার। তাপমাত্রাও অপেক্ষাকৃত কমেছে।
আইনবিদ এইচআর বিশ্বাস বলেন, জুলাইতেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে আমরা আশা করছি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সামান্য বৃষ্টির ঘাটতি হতে পারে।
আজ শুক্র থেকে রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। আকাশ থাকবে আংশিক মেঘলা। সব জেলায় বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
এই কদিন ভার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
তেমনই উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি হবে। ৮ জুলাই মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে সেখানে।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

