Hiranyamay Prabhu attack : মাথার জটা কেটে নিল! দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা

Hiranyamay Prabhu attack : পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে। বৃন্দাবনের রাধাকুন্ডের মহারাজ হিরন্ময় গোস্বামী দাসপুরে ভগবৎ পাঠের কর্মসূচির পর কয়েকজন দুষ্কৃতী হামলা করে

| Updated : Apr 01 2025, 05:49 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

Hiranyamay Prabhu attack : পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে। বৃন্দাবনের রাধাকুন্ডের মহারাজ হিরন্ময় গোস্বামী দাসপুরে ভগবৎ পাঠের কর্মসূচি শেষে বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তার ওপর অতর্কিতে আক্রমণ চালায়। অভিযোগ, তারা তার গলার পেছনে দড়ি পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাথার জটা কেটে নেয়। এর আগে মালদা ও শিলিগুড়িতেও তার ওপর হামলা হয়েছিল, যার পর হাইকোর্ট তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে হিরন্ময় প্রভুর দাবি, তিনি সঠিকভাবে নিরাপত্তা পান না, ফলে বারবার হামলার শিকার হচ্ছেন। আহত অবস্থায় তাকে দাসপুর স্বাস্থ্যকেন্দ্র, পরে ঘাটাল হাসপাতাল হয়ে তমলুকের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এ ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, বাংলাদেশে যেমন ধর্মগুরুরা নিরাপদ নন, পশ্চিমবঙ্গেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Read More

Related Video