- Home
- West Bengal
- West Bengal News
- অক্টোবর মাসে লম্বা ছুটি, টানা বন্ধ থাকছে রাজ্যের সরকারি প্রতিষ্ঠান আর স্কুল-কলেজ
অক্টোবর মাসে লম্বা ছুটি, টানা বন্ধ থাকছে রাজ্যের সরকারি প্রতিষ্ঠান আর স্কুল-কলেজ
অক্টোবর মাসে দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো ও কালীপুজোর ছুটি রয়েছে। রাজ্য সরকারের অফিসগুলিতে দীর্ঘ ছুটি থাকে। অনেক স্কুলও পুরো মাস ছুটি দেয়।

অক্টোবর মাসের ছুটির তালিকা
অক্টোবর মাস মানেই দুর্গাপুজোর মাস। এই মাসে লম্বা ছুটি থাকে রাজ্যের সরকারি দফতরে।
দুর্গাপুজোর ছুটি
২ অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। তবে এই বুধবার ছুটি পাবেন রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মীরা।
দুর্গাপুজোর ছুটি
৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি।
লক্ষ্মীপুজো
১৬ অক্টোবর বুধবার লক্ষ্মীপুজোর ছুটি। রাজ্য সরকারের প্রায় সমস্ত অফিসই এই দিন বন্ধ থাকে।
সরকারি ছুটি
রাজ্যের অনেক সরকারি অফিস ৯ অক্টোবর থেকে ১৬ অক্টবর পর্যন্ত টানা ছুটি দিয়ে থাকে। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা ছুটি থাকে।
বাড়তি ছুটি
সেক্ষেত্র ১৪ ও ১৫ অক্টোবর রাজ্যের সরকারি কর্মীরা বাড়তি ছুটি উপভোগ করতে পারবেন।
সরকারি বাড়তি ছুটি
১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
কালী পুজো
৩১ অক্টোবর কালীপুজো পড়েছে। এই দিন রাজ্যের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে।
স্কুলে ছুটি
অক্টোবর মাসে অনেক স্কুল গোটা মাস ধরেই পুজোর ছুটি দিয়ে দেয়।
স্কুল খোলা
কোনও কোনও স্কুল লক্ষ্মীপুজোর পরে খুললেও কালীপুজো উপলক্ষ্যে বন্ধ রাখে।
অক্টোবর ছুটির মাস
বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় গোটা মাস ধরেই লেগে থাকে শারদীয় রেশ। অনেকেই এই ছুটিতে দূরে অবথা কাছেপিঠে ভ্রমণের প্ল্যান করেন।