গত কয়েক সপ্তাহ ধরে অভিযোগ ওঠে কুম্ভে মহিলাদের স্নানের দৃশ্য ঘুরছে নেটদুনিয়ায়। এমনকি সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকারীদের কাছে পরিষ্কার হয় কুম্ভমেলায় মহিলাদের  কিছু গোপন ভিডিও আপলোড করা হয়েছে সোস্যাল প্ল্যাটফর্মে।

কয়েকদিন ধরেই মারাত্মক অভিযোগ উঠেছিল, প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের স্নান ও পোশাক বদলের ভিডিও বিক্রি করা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। এই কুকর্মে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সেই অভিযোগে এবার নাম জড়াল বাংলার। পুলিশের হাতে গ্রেফতার হুগলির এক যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অমিত কুমার ঝা। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় যাওয়া মহিলাদের স্নান ও পোশাক বদলানোর সময়ের গোপন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে যে, সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর নেশায় সে একাজ করেছে। এমনকি ইউটিউব থেকে ভালো রোজগারের জন্য এইসব ভিডিও তৈরি করেছিল সে।

গত কয়েক সপ্তাহ ধরে মারাত্মক অভিযোগ ওঠে কুম্ভে মহিলাদের স্নানের দৃশ্য ঘুরছে নেটদুনিয়ায়। এমনকি সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকারীদের কাছে পরিষ্কার হয় কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক পরিবর্তনের কিছু গোপন ভিডিও আপলোড করা হয়েছে সোস্যাল প্ল্যাটফর্মে। পুণ্যার্থীদের মর্যাদা ও গোপনীয়তা লঙ্ঘন হয়েছে জলে অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে।

বিতর্কিত বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায় দেশজুড়ে। মামলা দায়ের হয় কোতোয়ালি কুম্ভমেলা থানায় । অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। দুটো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালাতে থাকে উত্তরপ্রদেশ পুলিশ। এবার সেই তদন্তে পুলিশের জালে ধরা পড়ল বাংলার যুবক। সূত্রের খবর পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে ১৭ ফেব্রুয়ারি।অভিযোগ জানানো হয়, সমাজমাধ্যমে কুম্ভমেলায় যাওয়া মহিলাদের স্নান ও পোশাক পরিবর্তনের ভিডিও বিক্রি করা হচ্ছে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে পুলিশ। ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো বিক্রি হচ্ছে বলে অভিযোগ পেয়েই সেই ঘটনার তদন্ত শুরু করে বেশ কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।