- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়ে টাকা এখনও পাননি? জানুন আর কী করতে হবে!
লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়ে টাকা এখনও পাননি? জানুন আর কী করতে হবে!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারবার নানা ভাতা ও প্রকল্পে উপকৃত হয়েছেন মানুষ। প্রত্যেকের জন্য কোনও না কোনও প্রকল্পে রয়েছে সুবিধা। এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় ভাতা হল লক্ষ্মীর ভাণ্ডার, যা সরাসরি রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে।

সামনে ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। পুরনো প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষীর ভান্ডার প্রকল্প।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ১০০০ টাকা প্রদান করা হয়। তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ১২০০ টাকা প্রদান করা হয়। এই লক্ষী ভান্ডারে আর্থিক সুবিধার পাশাপাশি রাজ্য সরকার বেশ নতুন কিছু সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়। সাধারণ জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পে মাসে ১,০০০ টাকা করে পান এবং তপশিলি জাতির মহিলারা পান ১,২০০ টাকা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। গুঞ্জন ছিল, সাধারণ মহিলারা ১,৫০০ টাকা ও তপশিলি জাতির মহিলারা ১,৮০০ টাকা করে পাবেন। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।
সম্প্রতি ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন বহু মহিলা। কিন্তু তাঁদের অনেকেই এখনও ভাতা পাননি। এই নিয়ে রাজ্যজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ ও বিভ্রান্তি। ঠিক তখনই মুখ্যমন্ত্রী নিজেই ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সম্প্রতি এক সরকারি সভায় তিনি জানান, “লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে ৯ লক্ষ ২৫ হাজার মহিলা পান। অন্য রাজ্যে একাধিক বিধিনিষেধ রয়েছে—বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি থাকলে হবে না, মোবাইল থাকলে হবে না। সেখানে একজন পায়। কিন্তু আমাদের এখানে প্রায় সবাই পান।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “২৫ বছর বয়স থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন।” তিনি জানান, শেষ দুয়ারে সরকারের মাধ্যমে জমা পড়া লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলির ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এবার প্রশ্ন হল, সেটা কবে মিলবে?
লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হতে চলেছেন আরও বহু মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ডিসেম্বর মাস থেকেই নতুন গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়বে ভাতা।

