- Home
- West Bengal
- West Bengal News
- ধসে বিপন্ন উত্তর হাওড়া! ফুলেফেঁপে ওঠা মাটির তলায় মিথেন গ্যাসে মিশছে গঙ্গার জল, দেখুন ছবিতে
ধসে বিপন্ন উত্তর হাওড়া! ফুলেফেঁপে ওঠা মাটির তলায় মিথেন গ্যাসে মিশছে গঙ্গার জল, দেখুন ছবিতে
Howrah Landslide: ভূমিধসে বিপন্ন হাওড়া। বিশেষ করে উত্তর হাওড়া। তিন দিন পরেও মাটি ধসছে। বিপন্ন হচ্ছে মনুষের জীবন আর জীবিকা।
- FB
- TW
- Linkdin
)
বিপদের সামনে হাওড়া
ভূমিধসে বিপন্ন হাওড়া। বিশেষ করে উত্তর হাওড়া। তিন দিন পরেও মাটি ধসছে। বিপন্ন হচ্ছে মনুষের জীবন আর জীবিকা।
জল সংকট
জল সংকট মেটাতে গিয়ে মাটি খুঁড়ে পাইপ নাইল বসানোর কাজ চলছিল। সেই সময় মাটি ধসতে শুরু করে। কিন্তু ঘটনার তিন পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। উল্টে খারাপ হয়েছে পরিস্থিতি।
ঘটনার সূত্রপাত
বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়ার জল সরবরাহের মূল পাইপ লাইন। গরমকালে চরম জলসংকটে পড়েন স্থানীয়রা। মেরামতির কাজ শুরু হয়। কিন্তু মাটি ধসতে শুরু করে।
রাস্তায় ফাটাল
তারপরই প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। অনেকের বাড়িঘরেও ফাটল দেখা গেয়। আতঙ্কে স্থানীয়রা নিজেদের ভিটেমাটি ছেড়ে স্কুলগুলিতে আশ্রয় নেয়।
শনিবার থেকে নতুন বিপদ
শনিবার থেকে এই এলাকায় নতুন বিপদ দেখা দেয়। বিশেষজ্ঞরা জনিয়েছেন, মাটি থেকে বেরুচ্ছে মিথেন গ্যাস। তা মিশছে গঙ্গার জলের সঙ্গে। বিশেষজ্ঞদের কথায় দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনও সময় বড় বিপদ হতে পারে।
মিথেন গ্যাসের উৎস
বিশেষজ্ঞদের কথায় দীর্ঘ দিন ধরেই ভাগাড়ে আবর্জনা ও পশিপাখির দেহ জমা হচ্ছে। প্রাণী দেহের রস শুষে নেওয়ার ক্ষমতা হারাচ্ছে মাটি। যার কারণে মাটি ফুলে ফেঁপে উঠছে। মাটির নিচের ফাঁকা অংশে তৈরি হচ্ছে মিথেন গ্যাস।
গঙ্গা কাছেই
গঙ্গা কাছে হওয়ায় নদীর জল মিশছে মিথেন গ্যাসের সঙ্গে। তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। তাতেই আশঙ্কা ধসে যেতে পারে গোটা এলাকা।
বিপন্ন ১৫ হাজার মানুষ
হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ঠিক উল্টো দিকেই ১৫ হাজার মানুষের বাস। এই এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে।
রাস্তা ভাঙা
কংক্রিটের রাস্তা ভেঙে ১০ ফুট উঁচুতে উঠে গিয়েছে। বিষাক্ত মিথেন গ্যাসের গন্ধে ভরে গিয়েছে আশপাশের অন্তত আধ বর্গকিলোমিটার এলাকা।
ভয়ঙ্কর ছবি
ধসের কারণে আর মাটি ফেঁপে ওঠার কারণে বিদ্যুতের খুঁটিও হেলে পড়েছে। রাস্তায় দেখা দিয়েছে ফাটল।
পুলিশের উদ্যোগ
পরিস্থিতি সামান দিতে লিলুয়া থানার পুলিশ মাইকিং-এর কাজ শুরু করেছে। এলাকার মানুষকে সচেতন করেছে।
ভূতত্ত্ববীদ জানিয়েছেন
ভূতত্ত্ববিদ সুজীব কর একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভাগাড়ের দূষিত পদার্থ মাটির নীচের ফাঁকা অংশে জমা হচ্ছিল। জমতে জমতে মাটির নীচে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। যে হেতু মিথেন গ্যাস ফেটে বেরিয়েছে, তার ফলে সেখানকার মাটি হালকা হয়ে গিয়েছে। এখন ওই গোটা এলাকাই ধসে পড়ার আশঙ্কা রয়েছে।