- Home
- West Bengal
- West Bengal News
- চেরাপুঞ্জি-নৈনিতালের সমান তাপমাত্রা হাওড়ায়! হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু শহর থেকে গ্রাম
চেরাপুঞ্জি-নৈনিতালের সমান তাপমাত্রা হাওড়ায়! হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু শহর থেকে গ্রাম
Weather Update: গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। ফলে প্রবল ঠান্ডায় বিভিন্ন জেলার মানুষ জবুথবু হয়ে পড়েছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিশুদের সমস্যা বেশি।

দুই বিখ্যাত শৈলশহর নৈনিতাল ও চেরাপুঞ্জির সমান তাপমাত্রা হয়ে গিয়েছে হাওড়া জেলায়
হাওড়া জেলায় প্রবল ঠান্ডা
উত্তর-পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় শৈলশহর চেরাপুঞ্জি এবং উত্তর ভারতের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় শৈলশহর নৈনিতালের আবহাওয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে হাওড়া জেলা। মঙ্গলবার হাওড়ার শহরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসসিয়াস। বেলা একটা পর্যন্ত নৈনিতালে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। সন্ধে ৬টা নাগাদ চেরাপুঞ্জিতে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
KNOW
দেশের রাজধানী নয়দিল্লি ও হাওড়া জেলায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা এক
নয়াদিল্লি ও হাওড়া একই জায়গায়
মঙ্গলবার হাওড়া জেলার শহরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের রাজধানী নয়াদিল্লিতেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় এদিন সর্বাধিক তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। নয়াদিল্লিতে সর্বাধিক তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে এই দুই শহরের সর্বনিম্ন ও সর্বাধিক তাপমাত্রা প্রায় সমান। উত্তর ভারতে প্রবল ঠান্ডা স্বাভাবিক ঘটনা। কিন্তু হাওড়া জেলার শহরাঞ্চলে এই ধরনের আবহাওয়া অস্বাভাবিক।
হাওড়া জেলায় শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অনেক কম
হাওড়া জেলার গ্রামাঞ্চলে বেশি ঠান্ডা
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া জেলার শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেশি ঠান্ডা পড়েছে। মঙ্গলবার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ধুলোগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। জগৎবল্লভপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। উদয়নারায়ণপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা বীরভূম জেলার শ্রীনিকেতন ও সিউড়িতে
শ্রীনিকেতন-সিউড়িতে সবচেয়ে বেশি ঠান্ডা
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা বীরভূমে। মঙ্গলবার এই জেলার শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম।
উত্তরবঙ্গে সমতল অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে
রায়গঞ্জে সবচেয়ে বেশি ঠান্ডা
উত্তরবঙ্গের যে জেলাগুলিতে সমতল অঞ্চল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম জেলায় এদিন ভোরে ঘন কুয়াশা দেখা গিয়েছে। কুয়াশার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। কলকাতাতেও এদিন ভোরে হাল্কা কুয়াশা দেখা গিয়েছে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া একইরকম থাকছে
আগামী কয়েকদিন প্রবল ঠান্ডা থাকবে
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা নেই। সব জেলাতেই প্রবল ঠান্ডা থাকবে। ফলে যাঁরা শীতে কাবু হয়ে পড়েছেন, তাঁদের এখনই রেহাই পাওয়ার কোনও আশা দেখা যাচ্ছে না।

