Howrah Theft Case : 'কোটিপতি' হয়েও চুরি করা ছিল অমিতের পেশা? তদন্তে গিয়ে পুলিশের চোখ কপালে

Howrah Theft Case : হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় চুরির ঘটনায় ধৃত অমিত দত্তকে নিয়ে তদন্তে গিয়ে চমকে গেল পুলিশ। রবিবার রাতে চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। প্রাথমিকভাবে নিজের নাম গোপন করলেও পরে জানা যায়, তার আসল নাম অমিত দত্ত

Share this Video

হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় চুরির ঘটনায় ধৃত অমিত দত্তকে নিয়ে তদন্তে গিয়ে চমকে গেল পুলিশ। রবিবার রাতে চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। প্রাথমিকভাবে নিজের নাম গোপন করলেও পরে জানা যায়, তার আসল নাম অমিত দত্ত, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালি গ্রামে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে নিয়ে যখন তার বাড়িতে যায়, তখন চমকে ওঠে গোটা দল। গ্রামে একেবারে রাজপ্রাসাদের মতো তিনতলা মার্বেল বসানো বাড়ি, ঝাড়বাতি, ফলস সিলিং, দামি আসবাবপত্র, বাথটব, ব্যায়ামের যন্ত্র, মোটরবাইক, এবং সিসি ক্যামেরায় ঘেরা বিশাল প্রাসাদ দেখে হতবাক পুলিশ। স্থানীয় বাসিন্দারাও জানেন না অমিত কী কাজ করতেন, তবে ব্যবহার ভাল ছিল বলে জানান। সাধারণ পোশাকে সাইকেল নিয়ে বের হওয়া অমিতের এই বিলাসবহুল জীবনযাপন ঘিরে এখন রহস্য ঘনীভূত। তার স্ত্রী এবং পরিবারের সদস্যরাও কিছু জানেন না বলে দাবি করছেন। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে সংগঠিত চুরির মাধ্যমেই এই ‘সাম্রাজ্য’ গড়ে তুলেছেন তিনি। তদন্ত চলছে।

Related Video