সংক্ষিপ্ত
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করলেই আবার বসা যাবে পরীক্ষাতে! একই বছরে মিলবে রেজাল্ট, এল নতুন নিয়ম
এবার পরীক্ষায় ফেল করার পরে ফের আরও একবার দেওয়া যাবে উচ্চমাধ্যমিক। একই বছরে ফের উত্তীর্ণ হওয়া যাবে পরীক্ষাতে। নতুন নিয়ম আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বাংলা ও ইংরেজি ছাড়া আরও তিনটে বিষয়ে পরীক্ষা দিতে হয় ছাত্রছাত্রীদের তার মধ্যে একটায় অসফল হলে সেটা অপশনাল হয়ে যায়। এই নতুন নিয়ম চালুর পরে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাবেন বলে আশা করা যাচ্ছে। এই বছর ৯(২) নিয়মের সুবিধা পেয়ে যতদিন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন তাঁদের মধ্যে ৮০ শতাংশই ফিজিক্সে অসফল হয়েছেন।
ফলে যাদের ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে, তারা চাইলেও ফিজিক্স নিয়ে পড়তে পারবেন না। তাই এই নতুন নিয়মের ফলে সুবিধা হবে বহু ছাত্রছাত্রীর। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজেদের রেজাল্ট সারেন্ডার করে ফের আরও একবার ওই পরীক্ষাটি দিতে হবে। গত বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর ৩১ জুলাই পর্যন্ত রেজাল্ট সারেন্ডার করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।