- Home
- West Bengal
- West Bengal News
- ২০ ও ২১ অক্টোবর বাংলায় কি খোলা থাকছে ব্যাঙ্ক? দীপাবলির সপ্তাহে কবে কবে ছুটি ব্যাঙ্কে? রইল তালিকা
২০ ও ২১ অক্টোবর বাংলায় কি খোলা থাকছে ব্যাঙ্ক? দীপাবলির সপ্তাহে কবে কবে ছুটি ব্যাঙ্কে? রইল তালিকা
কালীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে এই সপ্তাহে পশ্চিমবঙ্গে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সোমবার কালীপুজো ও বৃহস্পতিবার ভাইফোঁটার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকার পাশাপাশি, মাসের চতুর্থ শনিবার ও রবিবারও ছুটি থাকছে। জেনে নিন ছুটির সম্পূর্ণ তালিকা।

দুর্গাপুজোর পর কালীপুজোর হল বাঙালির আরও এক বড় উৎসব। দুর্গাপুজোর পর দীপাবলি, ভাইফোঁটা ঘিরে টানা দীর্ঘদিন ধরে চলে উৎসব। প্রতিবারই এই সময় বন্ধ থাকে ব্যাঙ্ক। বন্ধ থাকে সমস্ত সরকারি দফতর।
এই উৎসব উপলক্ষে এ সপ্তাহে একাধিক দিন রাজ্যে বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কিং সংক্রান্ত কোনও কাজে সপ্তাহে করার থাকলে জেনে নিন কোন কোন দিন আপনার ব্যাঙ্কের শাখায় ঝুলবে তালা।
কালীপুজো উপলক্ষে ২০ অক্টোবর সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে ব্যাঙ্ক থাকবে বন্ধ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অসম, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, দিল্লি, গোয়ায় সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ অক্টোবর মঙ্গলবার ও ২২ অক্টোবর বুধবার পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা। কিন্তু বেশ কয়েকদিন রাজ্যে এই দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোথাও দিওয়ালি তো কোথাও গোবর্ধন পুজো। বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসবের গুরুত্ব অনুসারে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।
২৩ অক্টোবর ভাইফোঁটা ফের পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ। গুজরাট, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে বৃহস্পতিবার ব্য়াঙ্ক বন্ধ। ২৫ অক্টোবর মাসের চতুর্থ শনিবার ও ২৬ অক্টোবর রবিহার হওয়ার ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ব্যাঙ্ক বন্ধ পশ্চিমবঙ্গে। আর মঙ্গলবার, বুধবার, শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকবে।

