সংক্ষিপ্ত
২৪-এর লোকসভায় ভরাডুবি, তবে কি এবার বাংলা থেকে পাততাড়ি গুটাচ্ছে বঙ্গ বিজেপি! কী সিদ্ধান্ত হল বৈঠকে?
লোকসভায় রাজ্যে ভরাডুবি বঙ্গ বিজেপির। এখনও আক্ষেপের রেশ কাটেনি বিজেপি নেতাদের স্বর থেকে। তৃণমূলকে কোনও ভাবেই টক্কর দিত পারছে না এই দল। গত লোকসভা নির্বাচনের থেকেও ২৪-এর লোকসভাতে আসন সংখ্যা কমে গিয়েছে বিজেপির। এমনকী উপনির্বাচনেও এক হাল। কেন বঙ্গে ঠিকঠাক জায়গা করে নিতে পারছে না এই কেন্দ্রীয় দল?
সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করতেই বিশেষ বৈঠক করল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার সায়েন্স সিটিতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এদিনের এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। তবে কি সত্যিই বাংলায় বঙ্গ বিজেপির ইতি ঘটছে?
এই প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রতিযোগীতায় হার জিত থাকবেই। আমরা হেরেছি। অতীতে অনেক হারও দেখেছি। আমাদের আসল লক্ষ্য জয়লাভ। নির্বাচনে ৬ টি আসনে হেরেছি ঠিকই কিন্তু সেই সঙ্গে আমাদের ভোটের শতাংশও বেড়েছে
এই বিষয় অস্বীকার করার জায়গা নেই। গতবারের থেকে ৬ লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি। ভোট শতাংশও আগের মতো আছে। এটা তো ভালো খবর"
এ ছাড়াও বিজেপি নেত্রী জানান, বিজেপি দেশের বৃহত্তম দল। আমাদের কখনই ইতি ঘটবে না। নির্বাচনের ফলপ্রকাশের দুই মাস পর দলীয় বৈঠক হয়েছে তাই সবাই যোগ দিয়েছে। এই নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা হয়েছে। লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই নিয়ে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি"।