- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: শুক্রবারে কি বাড়বে বৃষ্টি? কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট
Weather Update: শুক্রবারে কি বাড়বে বৃষ্টি? কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট
পশ্চিমবঙ্গে টানা কয়েকদিন ধরে চলা ঝড়-বৃষ্টির দাপট কমছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অরক্ষরেখার ত্রিফলা। যে কারণে টানা কদিন ধরে চলছে ঝড়-বৃষ্টি। ভারী বৃষ্টি চলছে একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সেই দুর্যোগ শুক্রবারও চলবে বৃষ্টি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সব মিলিয়ে এবার বদল হবে আবহাওয়া।
জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি অবস্থা করছে। এছাড়া, মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, রাঁচী, দিঘা বরাবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের প্রভাবে আগামী ২৪ ঘন্টা বঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকেই কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সব জেলাতে। আজ বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইবে হাওয়া।
আজ শুক্রবার দুর্যোগ চলবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহে। শুক্রবারও হবে ভারী বৃষ্টি। দুর্যোগ অব্যাহত থাকবে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে।
তবে, দক্ষিণবঙ্গে আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের সব জেলাতে।
