- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmi Bhandar: সেপ্টেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? পুজোর আগে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
Lakshmi Bhandar: সেপ্টেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার? পুজোর আগে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা। সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন। যদিও সরকারের তরফ থেকে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি, দুর্গাপুজোর আগে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যের সকলবাসীন্দাদের জন্য। চালু করেছেন বিভিন্ন ভাতা। তেমনই উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্প। যার দ্বারা একদিকে যেমন মিলছে আর্থিক সাহায্য তেমনই মিলছে নানান সুবিধা।
মমতা সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সব থেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়াও আছে বার্ধত্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ নানান প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা সমাজের বৃদ্ধ থেকে পড়ুয়া সকলে উপকৃত হন। তেমনই রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে খ্যাত। এই প্রকল্পের দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য।
বর্তমানে, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন ১০০০ টাকা করে। আর তপশিলি মহিলার পেয়ে থাকেন ১২০০ টাকা করে। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন ১৫০০ টাকা করে। আর তপশিলি মহিলার পেয়ে থাকেন ১৮০০ টাকা করে পাবেন।
এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছে সর্বত্র। তবে আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি।…’
নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলবে তা নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে আপাতত জানা যায়নি কবে থেকে বাড়বে ভাতা। এই নিয়ে কোনও ঘোষণা না হলেও সর্বত্র শোনা যাচ্ছে যে পুজোর আগে বাড়বে ভাতা। অনেকেই আশা করেছেন, দুর্গাপুজোর আবহে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

