বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছে কলকাতা পুলিশ। এই প্রসঙ্গেই শমীক ভট্টাচার্যের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। 

মেসি-কাণ্ডের ক্ষত এখনও ভুলতে পারেনি যুবভারতী। মুখ পুড়েছে গোটা বিশ্বের কাছে। এদিকে আবার বছর ঘুরলেই টি ২০ ম্যাচ। ম্যাচ হবে কলকাতেেই। এই সময় ইডেনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কী ভাবছে পুলিশ। সদ্য এই নিয়ে মুখখুললেন কলকাতা পুলিশের কমিশনের মনোজ ভর্মা।

তিনি বলেন, ইডেন গার্ডেন্স বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে। মিটিং করেছি। আমরা সব পয়েন্ট নোট করেছি, যারা এর সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আগেও করেছি, ভালোভাবে হবে।

এবার এই নিয়ে বিশেষ মন্তব্য করল শুভেন্দু-শমীকের যৌথ সাংবাদিক বৈঠকে। শমীক ভট্টাচার্য বলেন, জুন মাসে এই বৈঠক আবার হবে। বিরোধী দলনেতাকে সেখানে উপস্থিত থাকতে দেখবেন।

এদিকে ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এই পরই রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলেছে, শমীক যে সময়ের কথা বলছেন সে সময় তো নতুন সরকার তৈরি হবে। জয়ের ব্যাপারে তিনি কী একশো শতাংশ নিশ্চিত? তাহলে কি শুভেন্দু অধিকারীই হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?

শমীকের এই মন্তব্য ঘিরে বেড়েছে জল্পনা। এই নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন শমীককে। তিনি বিতর্ক এড়াতে বলেন, বিজেপি কোনও মুখ মুখোশের রাজনীতি করে না। যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে বিরোধ দলনেতা শুভেন্দু অধিকারী নিশ্চিত ভাবেই থাকবেন।

এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, শুভেন্দু কী মুখ? তিনি বলেন, উনি তো পুলিশের সঙ্গে লাড়াই করেন। তাই পুলিশের লোকেদের চেনেন, ওরাও চেনে। তাই ওই কথা বলেছি। তবে বৈঠক যে তিনি করছেন তা কালের নিয়মে লেখা হয়ে গিয়েছে। এরপরই শুভেন্দু বলে ওঠে, ‘ওটা বলা আসলেই সিম্বলিক।’

সদ্য প্রকাশ্যে এসেছে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য। যা নজর কেড়েছে সকলের। আগামী ভোট নিয়ে চলছে জল্পনা। কে বিজেপির মুখপাত্র হয় তা নিয়ে চলছে জল্পনা।