সংক্ষিপ্ত

টানা বৃষ্টিতে ভিজবে বঙ্গ! মুষলধারে বৃষ্টি দেকা দিতে পারে বেশ কিছু জেলায়

টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ এই সপ্তাহেও কমবে না বৃষ্টিপাত। বৃষ্টিপাত বহাল থাকবে এই সপ্তাহেও ফের নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের আশঙ্কা।

তবে গরমের অস্বস্তিও থাকবে পাসাপাশি। তাপমাত্রা খুব বেশি না হলেও ভ্যাপসা গরম থাকবে রাজ্য জুড়ে। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যেই ঝেপে আসবে বৃষ্টি। এখনও কমবে না বৃষ্টির প্রকোপ।

এ ছাড়াও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সবক'টি  জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা দিতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের ছবিটাও অনেকটা এক রকম। ভয়ঙ্কর বর্ষাতে ভিজেছে উত্তরবঙ্গ। কিন্তু এখনও কমেনি বৃষ্টির প্রকোপ। চলতি সপ্তাহেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। গত সপ্তাহে পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি দেখা গিয়েছে। হড়পা বানের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এই সপ্তাহেও এই ছবি দেখা দিতে পারে উত্তরবঙ্গে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জায়গায়।