Jalpaiguri News: দিন যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ভারত-পাক অশান্তির ছবি। দুদেশের সঙ্ঘাতে কার্যত পরিস্থিতি ভয়ঙ্কর। আর এই আবহে প্রকাশ্যে বিস্ফেরক তথ্য।
Jalpaiguri News: দিন যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ভারত-পাক অশান্তির ছবি। দুদেশের সঙ্ঘাতে কার্যত পরিস্থিতি ভয়ঙ্কর। আর এই আবহে জঙ্গিদের স্লিপার সেল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক তৃণমূল নেতা। তাঁর দাবি, ভারত-পাকিস্তান সঙ্ঘাতের আবহে ফের সক্রিয় হয়ে উঠছে জঙ্গিদের স্লিপার সেলগুলি। সাধারণ মানুষের পরিচয়ে জলপাইগুড়ি শহরে ভাড়াটিয়া হিসেবে আত্মগোপন করে থাকতে পারে ওই সব স্লিপার সেলের সদস্যরা।
এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জলপাইগুড়ি পৌরসভার উপ পৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায়। আর তাই এলাকায় এই মুহুর্তে কোনও নতুন ভাড়াটিয়া আসলে তাদের আই কার্ড, আধার কার্ড সহ পরিচয় পত্র স্থানীয় থানায় এবং পৌরসভায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, ''পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, সুপার ভাইজার এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেনও কোনও ভাড়াটিয়াকে ঘর ভাড়া দেওয়ার আগে স্থানীয় থানা এবং পৌরসভাকে ভাড়াটিয়ার নথি দিয়ে অবগত করেন।''
কারণ তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ায় ভারত-পাক সীমান্তে সংঘর্ষের আবহে আরও সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিদের স্লিপার সেলগুলি। তারা ভাড়াটিয়া সেজে জলপাইগুড়ি শহরে আশ্রয় নিতে পারেন। সেই উদ্বেগ থেকেই তিনি এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ''জঙ্গিরা ভাড়াটিয়া সেজে এই শহরে আশ্রয় নিয়ে যেন কোনও নাশকতা মূলক কাজ না করতে পারে। তার জন্য আমাদের কড়া নজরদাড়ি থাকবে।''
তিনি আরও বলেন, ''এমন অনেকেই আছে যারা ভাড়াটিয়া সেজে জলপাইগুড়ি শহরে বাস করছেন। আর তাদের খাবার, ওষুধ, বাজার সবকিছু বাইরে থেকে লোক করে দিচ্ছে। এই বিষয়গুলোর উপর কড়া নজর দিতে হবে। কেউ যাতে কোনও রকম সুযোগ নিয়ে নাশকতামূলক কাজ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য আমি জেলার মানুষকে বলব, বাইরের কোনও অজ্ঞাত পরিচয়ের লোক এসে ঘর ভাড়া চাইলে আগে তার আধার কার্ড, ভোটার কার্ড দেখুন। ভাড়াটিয়া সম্পর্কে তথ্য জমা করুন থানায়।''
অন্যদিকে, ভারত পাক উত্তেজনার মধ্যেই নদীয়া জেলার শান্তিপুর শহরে উড়ো চিঠি আতঙ্ক। এক BSF জওয়ানের পরিবারে এলো উড়ো চিঠি। যা খুলতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সূত্রের খবর, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই চরমে ভারত-পাক সঙ্ঘাত। সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি। সংঘাত পাল্টা সংঘাতে একেবারে রণংদেহী অবস্থা। আর এই আবহে প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এবার বাংলাদেশ ও পাকিস্তানের নাম করে হুমকির চিঠি ভারতীয় বিএসএফ-এ কর্মরত এক সেনা জওয়ানের বাড়িতে। আতঙ্কে সেনা জওয়ানের পরিবার। কে বা কারা কোন উদ্দেশে এই চিঠি পাঠিয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এবার এক BSF জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া জেলার শান্তিপুর এলাকায়। সূত্রের খবর, শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ নাগ নামে এক BSF জওয়ানের বাড়ির উঠানে সকালে একটি হুমকি চিঠি দেখতে পান তার স্ত্রী। বিশ্বজিৎ নাগ নামের ওই BSF জওয়ান বর্তমানে ত্রিপুরায় কর্মরত। ওই BSF জওয়ানের স্ত্রীর অভিযোগ, ওই হুমকি চিঠিতে লেখা ছিলো পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় বাংলাদেশিদের আটকেছে, বাড়িতে একা আছো।
আর এই চিঠি দেখার পরই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী ও পরিবারের লোকেরা। ওই BSF জওয়ানের বাবা মা বর্তমানে চিকিৎসা করাতে গুজরাটে রয়েছেন। ফলে বাড়িতে ছোট সন্তানদের নিয়ে এক থাকায় এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত ওই BSF জওয়ানের স্ত্রী। ঘটনায় ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর। বলেন, ''দেশজুড়ে ভারতবিরোধী শক্তি সক্রিয় হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিবার নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।'' এদিকে ভারত-পাক উত্তেজনার মধ্যে কে বা কারা এই কাজ করল তা জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


